হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ২ কোটি টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে।
সোমবার বিকেলে কাস্টমস হাউজের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
বিমানবন্দর কাস্টম হাউস প্রিভেনন্টিভ দলের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, তুরস্ক থেকে আসে এসব ওষুধ। যার মধ্যে ক্যান্সার, লিভারের ওষুধই বেশি। মোট ৭টি কার্টনে ভরা এসব ওষুধ আমানি নিষিদ্ধ হওয়ায় কাস্টম হাউস তা জব্দ করেছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন