রাজধানীর দারুসসালামের মাজার রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় রাশেদুজ্জামান সুমন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে থানার টেকনিক্যাল মোড়ে যমুনা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন ধানমণ্ডি ৫ নম্বর রোডের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। তিনি এনসিসি ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, সুমন ও তার এক বন্ধু দু’টি মোটরসাইকেলে করে আমীন বাজার এলাকায় ঘুরতে বেড়িয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।
তিনি আরও বলেন, কি ধরনের যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা প্রাথমিক অবস্থায় জানা যায়নি।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন