বছরের প্রথম ঘন কুয়াশা দেখল ঢাকাবাসী। অবশ্য সুযোগটা তারাই পেয়েছেন যারা সাত-সকালে বিছানা ছেড়েছেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর রাস্তায় অধিকাংশ গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। গতিও ছিল কম। ঠাণ্ডা খুব একটা না পড়লেও এদিন ভোরে কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে রাজধানী।
ঘোর শীতেও রাজধানী ঢাকায় ঘন কুয়াশার দেখা মেলা ভার। ঢাকায় শীতের সকালের চিহ্ন বলতে হালকা ধোঁয়াশা আর শিশির। তবে আজকের সকালটি একেবারেই ভিন্ন। ঘুম ভেঙে নগরবাসী দেখল কুয়াশায় ঢাকা শহর। দেখা নেই সূর্যি মামার। রাজধানীর বসুন্ধরা, উত্তরা, হাতিরঝিল সংলগ্ন এলাকা, আগারগাঁও, গাবতলীসহ বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার দেখা মিলেছে। সকাল পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীতে সূর্যের দেখা পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটা শীতের পূর্বাভাস। ভোর থেকেই কুয়াশা বাড়তে থাকে। সকাল ১০ টার পর থেকে কুয়াশা কেটে যাবে।
এদিকে রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছে অধিদফতর।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ