কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় বেলাল মিয়া (৪৩) ও মো. মাসুদ (২৭) নামের ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম থানা সংলগ্ন নতুন সড়কে ঢাকামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী মার্কেটে কাজ করা অবস্থায় বেলাল মিয়া (৪৩) নামের এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত বেলাল মিয়া চৌদ্দগ্রাম উপজেলার মতিয়াতলী গ্রামের মো. আশ্বব আলীর ছেলে।
এ সময় স্থানীয়রা ট্রাকের চালক মানিক মিয়াকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ট্রাক চালক সিলেট জেলা সদরের মৃত এনায়েত হোসেনের ছেলে।
এর আগে, সকাল সোয়া ৮টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় অজ্ঞাত এক গাড়ির চাপায় আমানগন্ডা গ্রামের মো. মাসুদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে পুুলিশের ইনচার্জ নাজিম উদ্দিন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব