জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ঘোষিত টিএসসির জায়গাটি দখলমুক্ত করতে বাধা দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা দখলদারদের উচ্ছেদ করতে গেলে সেখানে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাতে বাধা দেয়।
জানা যায়, গত বছর হল আন্দোলনের সময় ক্যাম্পাসের মূল ফটকের সামনে সমবায় ব্যাংকের জায়গাটি উদ্ধার করে নিজেদের টিএসসি হিসেবে ঘোষণা দেয় জবি শিক্ষার্থীরা। জায়গাটিতে গত সপ্তাহে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর যোগসাজসে কাপড়ের দোকান বসায় ব্যবসায়ীরা। এ ঘটনায় আজ মঙ্গলবার টিএসসি উদ্ধারের দাবিতে টিএসসির সামনে মানববন্ধন ও সমাবেশ করে করে ছাত্র ইউনিয়ন।
এসময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ অভিযোগ করে বলেন, জবি ছাত্রলীগের প্রত্যক্ষ মদদে প্রস্তাবিত টিএসসিতে কাপড়ের ব্যবসা করছে ছাত্রলীগের সহ-সভাপিত মামুন ও সঞ্জিব বসাক।
সমাবেশ শেষে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে অর্ধশতাধিক শিক্ষার্থী টিএসসিতে অবস্থিত অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালায়। এসময় ব্যবসায়ীরা মালপত্র নিয়ে টিএসসি ছেড়ে চলে যেতে চাইলে তাদেরকে আবার দোকান দেওয়ার নির্দেশ দেন জবি ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ বিল্লাহ মামুন(কক্স মামুন) এবং সঞ্জিব বসাক।
জবির টিএসসি দখল করে পুরান কাপড়ের ব্যবসা বসানোর বিষয়ে সেখানকার ইউনুস নামে এক ব্যবসায়ী বলেন, আমরা সমবায় ব্যাংকের মহিউদ্দিন মাহি ও জবি ছাত্রলীগের নেতাদের ম্যানেজ করে দোকান দিয়েছি।
তবে ঘোষিত টিএসসিতে দোকান বসানোর সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, টিএসসির জায়গাটি সমবায় ব্যাংকের। আমরা সেটি পাওয়ার জন্য চিঠি চালাচালি করেছি।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব