রাজশাহী নগরীর উপকণ্ঠে তিতুমীর আন্তঃনগর ট্রেনের ধাকায় সাকিব (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাকিব দাশমারি এলাকার ইয়াসিন আলীর ছেলে এবং ডাশমারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাকিব বুধপাড়া গণির ঢালান এলাকায় সাইকেলযোগে রেললাউন পার হচ্ছিল। এসময় তিতুমীর আন্তঃনগর ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব