গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী জালাল উদ্দিনকে ফাঁসির আদেশ দিয়ছেন আদালত।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখিরাটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিনের সাথে ফরিদপুরের নগরকান্দার মীরের গ্রামের ইউনুস মাতব্বরের মেয়ে কাকলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে কাকলী স্বামীর সংসারে বসবাস করছিলো। এসময় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে ২০০৯ সালের ২২ এপ্রিল রাতে নিজ ঘরে স্বামী জালাল উদ্দিন তার স্ত্রী কাকলীকে শারীরিক নির্যাতন করার পর শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর স্থানীয় লোকজন জালালকে আটক করে।
এ ঘটনায় পরদিন নিহত কাকলীর পিতা বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। কাপাসিয়া থানার এস আই আজিজুল হক তদন্ত শেষে একই বছরের ১৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতের ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত জামাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সরকারী পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফখরুদ্দিন আকবরী।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব