স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আমরা যতদিন আন্দোলন করেছি, প্রতিদিন মার খেয়েছি, জেলে গেছি। কিন্তু এসব নিয়ে দুঃখ করিনি। কিন্তু আপনারা (বিএনপি) সারাক্ষণ দুঃখ করছেন। আন্দোলন করতে আসবেন আর পুলিশ কি আপনাদের চুমো দিবে!’
আজ মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি এখন কোথাও নেই। জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না। আপনারা জনগণের জন্য আন্দোলন করেন। নৈরাজ্য করবেন না।’
তিনি আরো বলেন, ‘প্যারিসে বোমা হামলা হয়েছে। প্রায় ১২৯ জন মারা গেছে। কিন্তু কেউ সেই দেশের প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেনি। কিন্তু বাংলাদেশে বিদেশি হত্যা, শিয়াদের ওপর হামলার পর প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়েছে।’
উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, বদিউজ্জামান বাদশা, সৈয়দ নাসির উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন