গাজীপুরের টঙ্গীর আউচপাড়ার গণপিটুনিতে আহত যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে। ঘটনার ৮ ঘণ্টা পর নিহতের স্বজনরা লাশ টঙ্গী থানায় নিয়ে যায়। নিহতের নাম সাজ্জাদ হোসেন বাদল (১৮)।
তিনি আউচপাড়া মুক্তারবাড়ী রোডের মৃত আসাদ মিয়ার ছেলে।
নিহতের মা শামসুন্নাহার বেগম জানান, পূর্বশত্রুতার জের ধরে দুপুর দেড়টার দিকে এলাকার কয়েক যুবক বাদলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
টঙ্গী থানার ডিউটি অফিসার পিএসআই রুকসানা জানান, লাশ থানায় রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন