রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ডিউটি অফিসার এসআই পারভীন আক্তার। তিনি জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বৃদ্ধ শালবাগান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় এক ব্যক্তি ওই বৃদ্ধকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা