মেয়েকে স্কুলে রেখে ব্যাংকে টাকা তুলতে এসেছিলেন আমানুল্লাহ মাসুদ (৫৫)। ব্যাংকের সামনে থেকে তার পিছু নেয় ছিনতাইকারী। সোনালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ৬০ হাজার টাকা তুলে মাসুদ ফিরছিলেন আরডিএ মার্কেটের সামনের ওভার ব্রীজ হয়ে। ওভার ব্রীজে ওঠা মাত্র হামলা চালায় ছিনতাইকারী। রড দিয়ে মাথায় আঘাত করে। সেখানে লুটিয়ে পড়েন তিনি। তবে টাকা না নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী কৌশিক আহমেদ (২৫)।
এরপর কৌশিকের পিছু নিয়ে জিরোপয়েন্টে পুলিশের সহায়তায় আটক করেন ছিনতাইকারীকে। ঘটনাটি সোমবার সকালে রাজশাহী মহানগরী।
পুলিশ জানায়, ছিনতাইকারী কৌশিকের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর এলাকায়। ব্যাংকে আসা লোকজনকে টার্গেট করে ছিনতাই করা তার কাজ। মাসুদের সাহসিকতার কারণে তাকে আটক করা গেছে। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি লোহার রড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার মহিউদ্দিন শেখ।
আমানুল্লাহ মাসুদ জানান, ছিনতাইকারীর রডের আঘাতে তিনি পড়ে যান। মরে গেছেন ভেবে সে পালিয়ে যায়। কিন্তু তিনি উঠে তার পিছু নেন। এরপর সাহেববাজার জিরোপয়েন্টে এসে তাকে ধরে ফেলেন এবং সেখানে দায়িত্বরত পুলিশকে জানান। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন