চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রথমদিনের এসএসসি পরীক্ষায় ২৭৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ১ লাখ ১ হাজার ৪২২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১ হাজার ১৪৩ জন।
সোমবার সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান। তিনি বলেন, ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, এ বছর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ৫২ হাজার ৬৬ জন ছাত্র এবং ৬০ হাজার ৮৯৩ জন ছাত্রী। এবার বিজ্ঞান বিভাগ থেকে ২৪ হাজার ৫৭১ জন, মানবিক থেকে ৩০ হাজার ৬৮৮ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ৫৭ হাজার ৭০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন