গাজীপুরের শীববাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডিবি (গোয়েন্দা) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ আত্মরক্ষার্থে এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
পরে ঘটনাস্থল থেকে সরাফত হোসেন নামের একজন আটক করে পুলিশ। আহতরা হলেন- গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক সুমন মিয়া ও কনস্টেবল এরশাদ। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মনির, সুমন ও এরশাদ শীববাড়ি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডের একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় আটক সরাফত হোসেন তাদের ধাক্কা দিয়ে সামনে চলে যায়। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের পরিচয় দিলে অভিযুক্ত সরাফত ও তার লোকজন ধারালো ছুরি দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি আঘাত করে। গোয়েন্দা পুলিশের সদস্যরা এ সময় আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সরাফতকে আটক করলেও অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন