মিটারবিহীনের পর এবার নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
মঙ্গলবার সাড়ে ৩ ঘন্টার অভিযানে নগরীতে ১২১টি নিবন্ধনবিহীন অটোরিকশা জব্দ করা হয়েছে। এর আগে সোমবার ১ হাজার ৪২১টি অভিযান চালিয়ে মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের করে করেছেন বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান।
তিনি বলেন, মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। নিবন্ধনবিহীন এএফআর লেখা যেসব অটোরিকশা চলছে সেগুলোর বিরুদ্ধে জোর অভিযান চলছে। এএফআর লেখা সব অটোরিকশা জব্দ করা হবে। তবে নগরীতে কোন অবৈধ অটোরিকশা থাকতে পারবে না বলে জানান তিনি।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারী থেকে চট্টগ্রাম নগরীতে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক ঘোষণা করে নগর পুলিশ। এ জন্য ৩১ জানুয়ারির মধ্যে সব অটোরিকশায় মিটার সংযোজনও বাধ্যতামূলক ঘোষণা করেছিল নগর পুলিশ। তিন মাস আগে থেকে চট্টগ্রাম নগরীতে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক ঘোষণা করা হলেও মিটার সংযোজনের জন্য বারবার সময় বাড়ানো হয়। সর্বশেষ গত সোমবার থেকে মিটারে অটোরিকশা চলাচলের বিষয়ে অনড় অবস্থান নেয় পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন