বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, বর্তমানে অবস্থাটা এমন যেন দেশে রাজতন্ত্র কায়েম হয়ে গেছে। যা বলবে, সেটাই হুকুম। ভিন্নমত ও বিরোধী দলকে রুখতে এটা তাদের নীতি। দেশের মানুষ জানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তাই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদেরকে আঙ্গুল বাঁকা করতে বলবেন না।
তিনি আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে যুবদল আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।
গণতান্ত্রিক পন্থায় আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। আপনারা যেমন বুলেটের মাধ্যমে আমাদের মোকাবিলা করছেন, আমরা ব্যালটের মাধ্যমে করতে চাই। আর যদি না করেন, নিজেরাই চিন্তা করুন, আপনাদের ভবিষ্যৎ কী হবে? সেদিন কিন্তু সুখময় হবে না বলেন মন্তব্য করেন হান্নান শাহ।
সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান, আলী আকবর চুন্নুসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ০২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন