গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী দ্রুতগামী একটি ট্রাক রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আব্দুস সালাম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে জানান মাওনা হাইওয়ে থানার ইনচার্জ হেলালুর রহমান।
নিহত আব্দুস সালাম এমসি বাজার এলাকার বাসিন্দা।
হেলালুর রহমান আরও জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি দোকানে ঢুকে যায়। এ সময় দোকানের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুস সালাম ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি জব্দ হলেও চালক পালিয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব