রাজশাহীতে অজ্ঞাত রোগে কয়েকশ' কাকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সারাদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের চত্বরে এসব কাক মরে পড়ে থাকতে দেখা যায়। হঠাৎ করে কাক মরে যাওয়ার ঘটনায় অনেককে অবাক করে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী টিটু শেখ জানান, রামেক হাসপাতালের সামনের গাছগুলোতে শহরের কাকগুলোর আনাগোনা বেশি থাকে। মঙ্গলবার সকাল থেকে প্রতিদিনের মতো কাকের আনাগোনা ছিল। সকাল ১০টার দিকে গাছ থেকে অসুস্থ হয়ে কাকগুলো মাটিতে পড়তে থাকে। একটি-দুইটি করতে করতে অনেক কাক মারা গেছে। প্রথমে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই কাকগুলো মারা যাচ্ছে। সারাদিনই শুধুমাত্র রামেক হাসপাতালের সামনের এলাকায় কয়েকশ' কাকের মৃত্যু হয়েছে। নগরীর শালবাগান, উপশহর এলাকারও কয়েক জায়গায় রাস্তার পাশে কাক মরে পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে শহীদ এএইচএম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যোনের ভারপ্রাপ্ত কর্তকর্তা ও প্রাণি চিকিৎসক ডা. ফরহাদ জানান, এ বিষয়ে এখনই কোনোকিছুই বলতে পারবো না। এভিয়েন ইনফ্লুইঞ্জা থেকে বিভিন্ন কারণেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা