রাজধানীর মগবাজারে দেয়াল চাপা পড়ে ফাহিম (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর একটার দিকে মিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর আড়িয়াল খাঁ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে পরিবারের সঙ্গে মিরবাগ এলাকার একটি বাসায় বাড়া থাকতেন।
ফাহিমের বাবা আব্দুল মান্নান জানান, বাড়ির মালিক বাসা মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঘরের দেওয়াল ধসে পড়ে। এতে তার শিশু ফাইম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব