সাভারের আমিন বাজারে একটি চারতলা ভবন দোতলা ভবনের উপর হেলে পড়েছে। তাড়া হুড়া করে নামতে গিয়ে ৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার বেগুনবাড়ির টেক এলাকার ব্যবসায়ী নাজিম উদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় হেলে পড়া ভবনটি যে ভবনের উপর হেলে পড়েছে সে ভবনটি চাপ সামলাতে না পেরে সেটিও ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় হেলে পড়া ভবটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায় আমিনবাজার বেগুনবাড়ির টেক এলাকায় দেড় শতাংশ জমির উপর চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন ভেকু ব্যবসায়ী নাজিম উদ্দিন। আজ হঠাৎ করে চারতলা ভবনটি পাশের আরেক ব্যবসায়ী হায়দার আলীর দোতলা বাড়ির উপর প্রায় দেড় ফিট হেলে পড়ে।
বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন জানান ভবন হেলে পড়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন