চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী এবং মীরসরাই উপজেলায় এ ঘটনা দুটো ঘটে।
এ দুটি ঘটনায় দুটি পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, বুধবার সকালে হাটহাজারীর কাটিরহাট এলাকায় মনির আহমেদ নামে এক মানসিক প্রতিবন্ধিকে বাঁচাতে গেলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটা ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ট্রাক চালক মো. মোস্তাফা এবং মনির নিহত হন।
মীরসরাই থানা পুলিশ জানায়, বুধবার সকালে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।