রাজশাহীর কেশরহাটে ভ্রাম্যমাণ আদলতের ম্যাজিস্ট্রেট আলমগীর কবীরকে অবরুদ্ধ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আজ বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদলতের ম্যাজিস্ট্রেট ইউএনও আলমগীর কবীর অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল কেশরহাটের আটার দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালাতে থাকেন। এ সময় তিনি বিভিন্ন ব্যবসায়ী এবং দোকান মালিককে জরিমানা করেন। এতে ক্ষুব্ধ হয়ে দোকান মালিকরা তাকে অবরুদ্ধ করে রাখে এবং রাস্তায় বিক্ষোভ করতে থাকে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হামিদ জানান, ব্যবসায়ী এবং দোকান মালিকদের সঙ্গে বসে বিষয়টি সমঝোতার পর ব্যবসায়ীরা বিক্ষোভ বন্ধ করেন।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন