আওয়ামী লীগের সংসদ সদস্য এমএ লতিফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা সাইফুদ্দিন আহমেদ রবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এ মামলা করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করায় সাইফুদ্দিন আহমেদ রবি দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে উপ-পুলিশ কমিশনার মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া একই দিন দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নূরুল আলম মোহাম্মদ নীপুর আদালতে সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে মানহানির আরেকটি অভিযোগ নিয়ে যান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-পরিবেশ সম্পাদক আবদুর রহিম জিল্লু।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম-১১ আসনের (বন্দর, হালিশহর ও পতেঙ্গা) এমপি এম এ লতিফ বন্দরনগরীর পতেঙ্গা, বিমানবন্দর থেকে আগ্রাবাদ পর্যন্ত বিভিন্ন স্থানে ফেস্টুন লাগিয়ে দেন। অভিযোগ উঠেছে, ফেস্টুনে ব্যবহার করা বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখমণ্ডল বঙ্গবন্ধুর হলেও শরীর তার নয়। এম এ লতিফের নিজের শরীরে কম্পিউটার কারসাজির মাধ্যমে বঙ্গবন্ধুর মুখণ্ডল যুক্ত করা হয়েছে।
মামলা দায়েরের পর আদালত প্রাঙ্গণে সাইফুদ্দিন আহমেদ রবি বলেন, জামায়াত থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এম এ লতিফ বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে বাঙালী জাতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীর মনে যে আঘাত দিয়েছেন তা পূরণ হওয়ার নয়। অবিলম্বে এম এ লতিফকে দল থেকে বহিষ্কার, তাঁর আসন শূন্য ঘোষণা করা এবং তাকে গ্রেফতার দাবি জানাচ্ছি।
রবির মামলার আরজিতে বাদী উল্লেখ করেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে অপমান করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার শরীরে অবাঙালি পাকিস্তানিদের পোশাক জুড়ে দিয়ে বিকৃত ছবি উপস্থাপন করেছেন এম এ লতিফ। তিনি এম এ লতিফের একান্ত সচিবকে ফোন করে এ ব্যাপারে ক্ষমা চেয়ে ছবি সংশোধনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আসামি এম এ লতিফ ক্ষমা চাওয়ার কোন উদ্যোগ নেননি। আসামি ইচ্ছাকৃতভাবে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ফৌজদারি অপরাধ করেছেন। এছাড়া তিনি এক হাজার কোটি টাকার মানহানি করেছেন বলেও মনে করেন বাদী। মানহানির এ অভিযোগে এম এ লতিফের গ্রেফতারের দাবিও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/সালাহ উদ্দীন/মাহবুব