পুলিশের স্পর্ধা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
পুলিশকে চাঁদা না দেওয়ায় রাজধানীর মিরপুরে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন বাবুল মাতব্বর নামের এক চা বিক্রেতার। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিহত বাবুলের লাশ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
ড. মিজানুর রহমান বলেন, পুলিশের বাড়াবাড়ির কারণে বাবুল নামে রাস্তার এক চা বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশের স্পর্ধা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যে, রাস্তার একজন চায়ের দোকানদারও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।
তিনি আরও বলেন, মানুষ মেরে জনগণের আস্থা অর্জন করা যায় না। অচিরেই পুলিশ এসব বাড়াবাড়ি বন্ধ না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না এই বাহিনী। বাবুলের মৃত্যুর সঠিক বিচার না হলে তার পরিবারের সদস্যদের নিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে। আদালতের মাধ্যমে এর সঠিক বিচার পাওয়া যাবে।
এর আগে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তা রাব্বি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাকে নির্যাতনে অভিযোগ ওঠে।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব