চা বিক্রেতার মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহআলী থানার ২ এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বাকি ২ জনের মধ্যে একজন এএসআই এবং অন্যজন কনস্টেবল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
তারা হলেন শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান, নিয়াজ উদ্দিন মোল্লা, সহকারী উপপরিদর্শক (এএসআই) জোগেন্দ্রনাথ ও কনস্টেবল জসীম উদ্দীন।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৪০ মিনিটে চা বিক্রেতা বাবুল মাতব্বরের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব