ছয় বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.নূরুল ইসলাম মানিক এ রায় দিয়েছেন জানান আদালতের কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত সৎ মা রীমা বর্তমানে হাজতে আছেন। রীমা চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার এনায়েত বাজার বাটালি রোডের বাসিন্দা মো. শাহজাহানের দ্বিতীয় স্ত্রী।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব