আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, পৌর নির্বাচনে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আমানত নৌকার সঙ্গে খেয়ানত করেছেন তাদের আর দলে ফেরার সুযোগ নেই। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকেই নির্বাচিত করতে হবে। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ নির্বাচনে বিএনপি জয়ী হলে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে না।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক আরও বলেন, দলের ভেতরে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার স্থান থাকবে না। কারণ এই দ্বন্দ্বের সুযোগে বিএনপি-জামায়াত আশ্রয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরই হত্যা করতে পারে। কোনো নেতা বিএনপি-জামায়াতকে দলে ভেড়ালে তারই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ভিসি প্রফেসার আবদুল খালেক, আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওদুদ দারা প্রমুখ। প্রতিনিধি সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব