চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের ষোলকাটা রাস্তার মাথায় জিপ (চাঁদের গাড়ি) ও ভ্যানগাড়ির সংঘর্ষে নীলু (১৮)নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হযেছেন আরও দুইজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার কালাবিবির দিঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, আনোয়ারায় কোরিয়ান ইপিজেড থেকে গার্মেন্টস কারখানার শ্রমিকদের নিয়ে চাঁদের গাড়িটি বাঁশখালী যাওয়ার পথে কালাবিবির দিঘির পাড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় চাঁদের গাড়িটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে চাঁদের গাড়ির যাত্রী নীলু ঘটনাস্থলেই মারা যান। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব