রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নতুন ভবনের তৃতীয় তলার লিফটের সামনে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় এবার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণায়ের গঠিত উচ্চ পর্যায়ের একটি কমিটি শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাঁচ সদস্যের ওই তদন্ত দলের নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির প্রধান হারুন-অর-রশিদ। সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেন তারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা রামেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. একেএম মনোয়ারুল ইসলাম ও নির্মাণকারী প্রতিষ্ঠান রাজশাহী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলামসহ সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণ করেন। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পর্কেও খোঁজ-খবর নেন। ঘটনাস্থল পরিদর্শনের পর রামেক হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগ ও আগে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ডা. মোসাদ্দেক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোসাদ্দেক হোসেন জানান, স্বাস্থ্য মন্ত্রণায়ের ওই তদন্ত কমিটি সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের সময় নতুন ভবন নির্মাণে রডের পরিবর্তে কেন বাঁশ ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা চেয়েছেন। এজন্য মার্কস বিল্ডার্স নামে রাজধানী ঢাকার যেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে কাজটি করানো হয়েছে তার সম্পর্কেও তথ্য চেয়েছেন। নির্মাণকারী প্রতিষ্ঠান রাজশাহী গণপূর্ত বিভাগকে শিগগিরই তার তথ্য দিতে বলা হয়েছে।
রামেক হাসপাতালের নতুন ভবনে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনা তদন্তে এর আগে গত ১ নভেম্বর তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। এতে হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ডা. মোসাদ্দেক হোসেনকে প্রধান করা হয়েছে। ওই তদন্ত কমিটিতে রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম ও তাদের একজন ভবন বিশেষজ্ঞকে রাখা হয়। পরদিন ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আরও একটি উচ্চতর তদন্ত কমিটি গঠিত হয়। তারাই শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে রামেক হাসপাতাল নতুন ভবনের তৃতীয় তলার লিফটের সামনে টাইলসের নিচে প্রায় চার ইঞ্চি ফাঁকা জায়গায় বাঁশ দেখা যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। ২০১২ সালের ১৭ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার এই নতুন ভবনটির উদ্বোধন করা হয়। এতে হাসপাতালের মোট শয্যা সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩০টিতে। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩০ কোটি টাকা।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল