দেশের প্রতিটি ডাক্তারকে প্রতিদিন একজন করে রোগীকে বিনা পয়সায় চিকিৎসা করার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বলেছেন, মানুষ মানুষের জন্য। ডাক্তারদের আগে মানুষ হতে হবে, পরে চিকিৎসা। তিনি বলেন, মানুষের জন্য কিছু করে যেতে পারলে সেটিই থেকে যাবে। প্রকৃত দরিদ্র রোগীরা যাতে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহায়তায় চিকিৎসা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফাউন্ডেশনের টাকা সঠিকভাবে ব্যয় করতে হবে। পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে বীজ বপন করেছে তা একদিন সারাবিশ্বে বিস্তার লাভ করবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দরিদ্র রোগীদের অধিকার প্রতিষ্ঠা ও চিকিৎসার্থে সহায়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোগীরা বিপদে পড়ে ডাক্তারদের কাছে আসে। ডাক্তারদের তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সঠিক চিকিৎসা দিতে হবে। বাড়ি ভাড়া করে মেডিকেল কলেজ করলে সেখান থেকে ভালো ডাক্তার তৈরি হবে না। সেবা বা চিকিৎসার নামে ব্যবসা বন্ধ করতে হবে। তিনি বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় থাকেন কর্তপক্ষ। এখানে অব্যবস্থাপনার জন্য ডাক্তারদের দোষ দিয়ে লাভ নেই।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু বলেন, সরকারের পাশাপাশি পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন গরীব অসহায় রোগীদের চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহন করেছে। এই মহত কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সকলের ঐক্যবন্ধ চেষ্টায় একটি গরীব রোগীকে সুস্থ তোলা যেতে পারে। ফাউন্ডেশনের মাধ্যমে গরীব রোগীদের পাশে দাঁড়াতে সমাজের মহত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি। ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত বলেন, রোগীরা ডাক্তারদের কাছে যান সুস্থ্য হওয়ার জন্য। ডাক্তারদের উচিত তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। তিনি বলেন, ডাক্তারি একটি মহৎ পেশা। তাই তাদের উচিত সেবা দেওয়ার মানসিকতা নিয়ে চিকিৎসা করা।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. কাজী শহীদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন টি আই বির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক ডা. সোহরাব আলী, অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ, মেজর (অব) আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৪