খুলনা জেলা আইনজীবী সমিতির-২০১৭ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বর্তমান সভাপতি অ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলু পুনরায় সভাপতি এবং বিজন কৃষ্ণ মণ্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এএম আহমেদ উল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে পপলু ৬৫৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সাবেক সভাপতি শেখ মাসুদ হোসেন রনি পেয়েছেন ৪৬২ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক বিজন পেয়েছেন ৫৫৮ এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ পেয়েছেন ৫২৭ ভোট।
এর আগে সকাল ৯টায় সমিতির পুরানো ভবনের ১ নম্বর হলরুমে এ ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৩টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট এএম আহমেদ উল্লাহ।
সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রজব আলী সরদার ও অ্যাডভোকেট এফএম আক্তারুজ্জামান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে ১ হাজার ২৮৬ জন ভোটার। ১৪টি পদে সর্বমোট ২৮ জন প্রার্থী দু’টি প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে অংশ নেন।
বিডি প্রতিদিন/ ২৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৮