রাজধানীর পিলখানায় আজ সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫। প্রাথমিক ভাবে নিহতের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। সকালে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার