সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মাহমুদা আক্তার জলি (২৬) নামে আরও এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সোয়া ৯টার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
জলির মৃত্যু নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হল। জলি সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত আলী আকবরের মেয়ে। এর আগে, একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আঁখি (১৪) ও রোকেয়া আক্তার রকি (১৮)।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বব মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় ওই গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার অন্তত ৩৬ জন শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢামেক বার্ন ইউনিটে ২১ জন ভর্তি হয়।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/মাহবুব