ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা বর্ষবরণে যৌন হয়রানি মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আগামী ২০ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে ১১ বার এই মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হল।
নির্ধারিত দিন সোমবার মামলার প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা আদালতের কাছে সময় বাড়ানোর আবেদন করে। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের আবেদন গ্রহণ করে এ দিন ধার্য করেন।
গত বছরের ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে আসা কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হন। ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা