নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে মানুষের সংশয় এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, নারায়ণগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে এখনো সংশয় রয়েছে। ভোটারদের ভীতিহীনভাবে ভোট প্রদান ও তাদের জানমালের নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন কতখানি জরুরি সেটা নারায়ণগঞ্জের এক রিটার্নিং কর্মকর্তার কথাতেই পরিস্কারভাবে ফুটে উঠেছে।
সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার