ঢাকার দুই সিটি করপোরেশনে কতগুলো গণশৌচাগার আছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্জ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দুই সিটি কর্তৃপক্ষকে এ তালিকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে নাগরিকদের জন্য পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার নির্মাণ না করা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, দুই সিটি মেয়র ও রাজউকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ