সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার ইউনিভার্সিটির প্রক্টরিয়াল বডির এক সভায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
গত ২৪ নভেম্বর ক্যাম্পাসের প্রবেশদ্বারে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুল কাদির ইফফানকে ছুরিকাঘাত করে আহতের ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে। একই সাথে তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশও পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন: আইন বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র মো. এনামুল ইসলাম, প্রিয়ন্ত চন্দ্র সরকার, মো. ইমরান হোসাইন, বিবিএ চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের সঞ্জিব কর উত্তম, সিএসইর তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ইয়াছির আব্বাস খান ও ইংরেজি চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্র রাকিবুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়েরে জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজন জানান, বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাইয়ের পর হামলার সাথে সংশ্লিষ্টতা পেয়ে এই ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ