সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রের ভেতর উত্তর সরবরাহের চেষ্টার অভিযোগে আটক ৮ জনের মধ্যে দুইজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার আদালত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও বগুড়ার গুগল কোচিং সেন্টারের শিক্ষক ইশাদ ইমতিয়াজ হৃদয়ের ৩ দিন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড টেকনোলজির ছাত্র আল আমিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উভয়ে ৭ দিনের করে রিমান্ডের আবেদন করা হয়েছিল জানিয়ে জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, হৃদয় ও আল আমিনকে রিমান্ডে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত চক্রের ব্যাপারে তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগে ১৬টি ক্যালকুলেটর সহ ৮ জনকে আটক করা হয়। বিশেষ ওই ক্যালকুলেটরগুলোতে গ্রামীণফোনের সিম ও ইলেকট্রনিক্স ডিভাইস যুক্ত ছিল। এর মাধ্যমে কেন্দ্রের ভেতর উত্তর সরবরাহের উদ্যোগ নিয়েছিল আটককৃতরা।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন