বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মনোনীত ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পরিষদের পরিচিতি সভা সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এস. কে সিনহা’র সভাপতিত্বে এবং ডা. আজিজুর রহমান রোমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি পদপ্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বিএমএ সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, ওসমানী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. জামিল আহমদ প্রমুখ।