রাজধানীর লালবাগ কেল্লার মোড়ে বাসায় ঢুকে প্রেমিকার গলায় ছুড়ি ঠেকিয়ে জোর করে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক রমজান আলী (২১)। এ সময় প্রেমিক রমজান আলী (২১) পুলিশের হাতে আটক হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
লালবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই আশুতোষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "প্রায় দুই বছর ধরে ওই কিশোরীর সঙ্গে রমজানের প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু সম্প্রতি মেয়েটির পরিবার তাকে অন্যত্র বিয়ে ঠিক করেছেন। এ খবর পেয়ে বাড়িতে ঢুকে ওই মেয়ের গলায় চাকু ধরে বিয়ের প্রস্তাব দেন ক্ষিপ্ত রমজান।
তিনি আরও বলেন, "পরে বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন মেয়ের পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে ঘরের দরজা ভেঙে মেয়েটিকে উদ্ধার এবং রমজানকে আটক করা হয়।"
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "রমজানের বিরুদ্ধে এখনও মামলা হয়নি।তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।"
এদিকে প্রেমের সম্পর্ক অস্বীকার করে মেয়েটির মা বলেন, ছেলেটি আগে থেকেই আমার মেয়েকে উত্ত্যেক্ত করতো। আমার মেয়ে বয়সে ছোট, জীবন সম্পর্কে বোঝার বয়স এখনও হয়নি তার।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭