ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের খতিব ও এশিয়াখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরীর পৃথক দুটি জানাযার নামাজে জনস্রোত সৃষ্টি হয়।
সোমবার বাদে জোহর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান ও বাদে আসর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয় মাঠ ময়দানে অনুষ্ঠিত দুই জানাযায়ই মানুষের ঢল নামে। সোমবার বাদ আসর জানাজা শেষে তাকে জামেয়া সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনসারী ইমামতিত্বে জয়িতুল ফালাহ মাঠে অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইছহাক মিয়া, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম ও মাহমুদুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক শামসুল আরেফিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, পীরে কামেল আল্লামা ইলিয়াছ রেজভি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনের ব্যক্তিবর্গ।
এর আগে গত রবিবার সকাল ১০টায় ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা মাঠে প্রথম এবং বাদে আছর জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, গত শনিবার রাত দশটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা জালাল উদ্দিন আলকাদেরি (৬৭)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে যান।