বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ৯ দফা দাবিতে ২৪ ঘণ্টার সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার ৬টা পর্যন্ত সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালিত হবে বলে জানা যায়।
ফেডারেশনের অন্তর্ভূক্ত ৪৩টি শ্রমিক সংগঠন এ ধর্মঘট আহবান করে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুসা বলেন, চট্টগ্রাম আন্তঃজেলা রোড, উত্তর চট্টগ্রামের জন্য বাস-কোস-ট্রাক-প্রাইমোভার ট্রেইলার টার্মিনাল নির্মাণ, পুলিশের হয়রানি-নির্যাতন বন্ধ, মহানগরে বাস-মিনিবাস-হিউম্যান হলার-অটোরিকশা-অটোটেম্পো পার্কিং স্পট নির্ধারণ, সরকার কর্তৃক ঘোষিত শ্রমিক কল্যাণ তহবিলের টাকা প্রাপ্তিতে সহজ করা, যোগাযোগ মন্ত্রণালয়ের ঘোষিত ৪ হাজার অটোরিক্সার অবিলম্বে রেজিস্ট্রেশন প্রদান, সন্ত্রাসী কায়দায় সড়ক পরিবহন শ্রমিক সংগঠন দখল করার পায়তারা বন্ধ, বিআরটিএ ও চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালক দপ্তরের দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিবাদসহ ৯ দফা দাবিতে আমরা ২৪ ঘণ্টার ধর্মঘটন আহবান করেছি।