রাজধানীর বিভিন্ন থানায় করা আরও ১৩ মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তবে সোহেলের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ রানা।
সোমবার হাইকোর্টের আলাদা দুই বেঞ্চ তাকে এসব মামলায় ছয় মাসের করে অন্তবর্তীকালীন জামিন দেন।
এর মধ্যে রমনা, খিলগাঁও, পল্টন ও যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ৭ মামলায় সোহেলের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
এসব মামলায় সোহেলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও নাসরিন খন্দকার। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশীর উল্লাহ।
একইদিনে হাইকোর্টের বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত বেঞ্চ আরও ছয় মামলায় জামিন দেন। রাজধানীর পল্টন, মতিঝিল, ওয়ারি ও মুগদা থানায় সোহেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়। সোহেলের পক্ষে এসব মামলায় শুনানি করেন আইনজীবী মীর মো. নাসিরউদ্দিন ও সানাউল্লাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হারুনুর রশীদ।