ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় আজ সকাল ১১টার দিকে রাবিয়া নামে এক নারীকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার নেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে অজ্ঞানপার্টির আট নারী সদস্য। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে জনতা।
ধামরাই থানার (ওসি) তদন্ত দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞানপার্টির এই আট নারী সদস্য রাজধানীতে সক্রিয় ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার