মুন্সীগঞ্জের গজারিয়ায় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে (৬৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে ওই মুক্তিযোদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শহীদুল্লাহ (৪৮) নামে একজনকে আজ ভোরে আটক করেছে পুলিশ।
গজারিয়া থানার ওসি হেদায়েত-উল-ইসলাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হামলার ঘটনায় আজ ভোরে শহীদুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে। এখন মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার