ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, আমি ওয়াদা করেছি ঢাকাকে যানজট ও হকারমুক্ত করবো। যদিও কোনোটিই করার এখতিয়ার মেয়রের নেই। তবে সবার সহযোগিতায় এগুলো করার চেষ্টা করছি। তিনি বলেন, আমি বর্তমানে দুই ধরনের দখলদারের সঙ্গে বসবাস করছি। এক ধরনের দখলদার গরিব, যারা ফুটপাত দখল করেছে, যাদের পুলিশ তাড়ায়। আরেক ধরনের দখলদার ধনী। যারা সরকারের জায়গা দখল করে বাড়ি বানায়, গ্যারেজ বানায়। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ২০১৬ এর উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, অনেকে রাস্তা দখল করে বাড়ি বানিয়েছেন। রাস্তা দখল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, তারা শোনেননি। এরপর রাতের বেলা বুলডোজার চালিয়ে সিটি করপোরেশনের জায়গা উদ্ধার করেছি। ঢাকা উত্তরের মেয়র হিসেবে আমি কথা দিচ্ছি, অবৈধ দখলে থাকা প্রতি ইঞ্চি জায়গা উদ্ধার করা হবে। ঢাকা শহরের পরিবেশ এতই খারাপ যে, ২৫ শতাংশ শিশুর ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় হিসেবে ঢাকাকে ক্লিন করতে হবে। উন্নয়নের স্বার্থে কিছু গাছ কাটা হচ্ছে ঠিকই, তবে গত এক বছরের ৩২ হাজার গাছ লাগিয়েছি। আগামী দুই বছরের আরও ৫ লাখ লাগানোর পরিকল্পনা আছে। তবে মেয়রের পক্ষে একা কিছুই করা সম্ভব নয়, যদি আপনারা সহযোগিতা না করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার