ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের মাধ্যম। গণমাধ্যম জনগণের স্বাধীনতা নিশ্চিত করে। আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক’ প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
সম্মেলনের উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা গোলাম রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার