রাজধানীর ডেমরায় আজ দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (১৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার