বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে আজ দুপুরে অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র্যাব। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ৭ আসামির মধ্যে মিয়ানমারের নাগরিক রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার