ঢাকা জেলা সাভারের আমিনবাজার এলাকায় জমি দখলকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগ ও রিয়েল এস্টেট কোম্পানির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় জুয়েল দাশ নামের এক যুবক নিখোঁজ হয়। ঘটনার দুই দিন পর মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল তুরাগ নদীতে তল্লাশি চালিয়ে সিলিকন রিয়েল এস্টেটের ইট সরবরাহকারী ওই যুবতের লাশ উদ্ধার করেছে।
এর আগে, গত রবিবার জমি দখলকে কেন্দ্র করে যুবলীগ, ছাত্রলীগ নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ৬ জনকে গুলি করে আহত করে। এদের মধ্যে একজন নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গত রবিবার দুপুরে ওই এলাকায় তুরাগ নদীর পাশে সিলিকন রিয়েল স্টেটের জমি দখলকে কেন্দ্র করে মোহাম্মদপুর এলাকার যুবলীগ নেতা আরিফুল ইসলাম তুহিন, ওয়ার্ড কাউন্সিলর পাগলা মিজান, আদাবর এলাকার ছাত্রলীগ নেতা রিয়াজ আহম্মেদ ও সাইফুল তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সিলিকন রিয়েল এস্টেটের ৬ কর্মীকে গুলি ও আরও ১৪ জনকে কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা জুয়েল নামের এক কর্মীকে গুলি করে আহত করার পর ইট দিয়ে মাথা থেঁতলে তার লাশ তুরাগ নদীতে ফেলে রেখে যায়। এ ঘটনার পর আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও জুয়েলে লাশ খুজে পায়নি স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে আসা ডুবরির একটি দল তুরাগ নদীতে তল্লাশি শুরু করে। দুইদিন তল্লাশী চালানোর পর মঙ্গলবার সকালে তুরাগ নদী থেকে নিহতের লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে সিলিকন রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার খালেদ বাংলাদেশ প্রতিদিনকে অভিযোগ করেন, সন্ত্রাসীরা তার রিয়েল স্টেটের জমি অন্যায়ভাবে দখল করতে আসে। এ সময় বাধা দিলে তার ৬ কর্মীকে গুলি ও আরও ১৪ জনকে কুপিয়ে জখম করে। এছাড়াও জুয়েল দাশ নামের তার এক ইট সরবরাহকারীকে গুলি করে আহত করার পর ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। পরে তার লাশ তুরাগ নদীতে ফেলে দেয় বলেও তিনি জানান।
তিনি ক্ষোভের সাথে বলেন, এ ঘটনার পর তারা থানায় মামলা দায়ের করে। তবে মামলায় পুলিশকে একাধিকবার নিখোঁজের বিষয়টি উল্লেখ করলেও পুলিশ তা নথিভুক্ত করেনি। এছাড়াও ঘটনার দু'দিন পার হয়ে গেলেও এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিখোঁজের দুই দিন পর নিহত সিলিকন কর্মীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব