রাজশাহী মহানগরীর বুলনপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল আলী (১৯) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বুলনপুর মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল বুলনপুর ঘোষপাড়া এলাকার হাফিজুল ইসলাম দুদুর ছেলে।
রাসেলের স্ত্রী তিশা খাতুন অভিযোগ করে জানান, তার স্বামী জীবন বীমা করপোরশনে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মী হিসেবে কাজ করতেন। দুপুরে তিনি নগরীর লক্ষ্মীপুর এলাকায় অফিস থেকে বাসায় খেতে যাচ্ছিলেন। পথে বুলনপুর মন্দিরের সামনে পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার রবিউল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০) ও মোজাম্মেল হোসেনের ছেলে মুন্না হোসেন (২২) রাসেলকে ধরে মারপিট শুরু করেন। এক পর্যায়ে তারা ছুরি দিয়ে রাসেলের বুকে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হক জানান, দুপুর ২টার দিকে রাসেলকে জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। এ সময় রাসেলকে ৪ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসপাতালে শাকিল হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। শাকিল বুলনপুর এলাকার মাসুদ পারভেজের ছেলে। তিনি হামলাকারীদের পক্ষে হাসপাতালে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছিলেন। রাসেলের স্বজনরা তাকে দেখে মারপিট শুরু করেন। এ সময় তাকে আটক করে রাজপাড়া থানায় পাঠানো হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছেন। হত্যাকাণ্ডটি কেন ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব